ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামার আসন্ন ভারত সফর আপাত নিরাপদ: জিকে পিল্লাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
ওবামার আসন্ন ভারত সফর আপাত নিরাপদ: জিকে পিল্লাই

নয়া দিল্লি: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন ভারত সফরে নিরাপত্তা সংকট নেই বলে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্র সচিব জিকে পিল্লাই। এনটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘সব প্রস্তুতি সঠিকভাবে চলছে।

এ সফর সফল হবে বলে আমরা আশা করছি। ’

সচিব আরও বলেন, ‘গত কয়েক মাসে দু’দেশের গোয়েন্দা সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। সন্ত্রাসবাদ বিরোধী নিরাপত্তায় স্বাক্ষরের পর ভারত-যুক্তরাষ্ট্রের সহযোগিতার ক্ষেত্রও অনেক বিস্তৃত হয়েছে। ’

তবে ২০০৯ সালে মুম্বাই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী ডেভিড হেডলির সম্পর্কে হামলার আগে প্রয়োজনীয় তথ্য না জানতে পেরে তাদের হতাশার কথা জানান পিল্লাই।

এদিকে এ বিষয়ে দুঃখ প্রকাশ করে মার্কিন কৌশলগত যোগাযোগ বিষয়ক জাতীয় সহকারী নিরাপত্তা পরামর্শক বেন রোডস বলেন, ‘আমাদের কাছে এ হামলা প্রতিরোধের মত পর্যাপ্ত তথ্য থাকলে অবশ্যই আমরা তা জানাতাম। হেডলিকে গ্রেপ্তারের পর মূলত আমরা ২৬/১১’র হামলা সম্পর্কে অনেক কিছু জানতে পারি। ’

এফবিআই গত বছর পাকিস্তান বংশোৎভুত মার্কিনী হেডলিকে গ্রেপ্তার করে এবং লস্কর-ই-তয়িবার হয়ে ২৬/১১’র হামলা পরিকল্পনা ও পরিচালনার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।  

ওমাবার সফরকে ঘিরে দিল্লি ও মুম্বাইয়ে ব্যপাক প্রস্তুতি চলছে ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।