ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মুসলিম নেতাদের অনুরোধে দিল্লিতে ‘অবৈধ বাংলাদেশি’র খোঁজে বিশেষ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
মুসলিম নেতাদের অনুরোধে দিল্লিতে ‘অবৈধ বাংলাদেশি’র খোঁজে বিশেষ অভিযান

দিল্লিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের খোঁজে বিশেষ অভিযান পরিচালনা করছে দিল্লি পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) কালিন্দি কুঞ্জ এলাকায় বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে সকল বাসিন্দার নথি যাচাই করে পুলিশ।

এর আগে শনিবার (৭ ডিসেম্বর),  হজরত নিজামউদ্দিন দরগাহ এবং বস্তি হজরত নিজামউদ্দিনের উলেমা ও মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল এলজি ভি কে সাক্সেনার সাথে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার বিষয়ে তাদের ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন। এছাড়াও তারা দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।  

অবৈধ অভিবাসীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উলেমা এবং মুসলিম নেতাদের কাছ থেকে  জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি উত্থাপনের পর এই অভিযান চালানো হলো। খবর এএনআই   

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনার কাছে পাঠানো এক চিঠিতে মুসলিম নেতারা উল্লেখ করেন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়ি ভাড়া বা কোনও প্রতিষ্ঠানে কাজ দেওয়া উচিত নয়। তারা অনুরোধ করেন যেন অবৈধ অভিবাসীদের সন্তানদের কোনও সরকারি বা বেসরকারি স্কুলে ভর্তি করা না হয়। মুসলিম নেতারা রাস্তাঘাট, ফুটপাথ, পার্ক এবং অন্যান্য সরকারি জমিতে অবৈধভাবে দখল করে বসবাসরত অনুপ্রবেশকারীদের অপসারণের দাবিও জানিয়েছেন।

চিঠিতে তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে যেকোনো সরকারি নথি যেমন আধার কার্ড, ভোটার আইডি বা অন্যান্য সরকারি পরিচয়পত্র তৈরি করেছেন তা অবিলম্বে বাতিল করা উচিত। তারা একটি বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন যাতে দিল্লিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়া যায়।

এই চিঠির পরিপ্রক্ষিতে গভর্নর দুই মাসব্যাপী একটি বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং সাপ্তাহিক অগ্রগতির রিপোর্ট সচিবালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।