ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বহুদিন পর আসছে মার্কেসের নতুন বই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০
বহুদিন পর আসছে মার্কেসের নতুন বই

মেক্সিকো সিটি: নোবেল জয়ী বিখ্যাত লাতিন আমেরিকার লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস-এর লেখা নতুন একটি উপন্যাস প্রকাশের শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া গত ছয় বছরের দীর্ঘ ব্যবধানে তার আরেকটি বই বের হচ্ছে বলেও তাঁর সম্পাদক বৃহস্পতিবার জানান।



র‌্যানডম প্রকাশনা সংস্থার সম্পাদক ক্রিস্টোবাল পেরা জানান, এর মধ্যে পরেরটি মার্কেসের সারা জীবনে বিভিন্ন স্থানে দেওয়া বাছাই করা ২২টি বক্তৃতা নিয়ে একটি সঙ্কলন। বইটির নাম ‘ইয়ো নো আ দেকির উন দিসকুর্সো’। যার বাংলা করলে দাঁড়ায়, ‘আমি বক্তৃতা দিতে আসিনি’। শুক্রবার স্পেন ও লাতিন আমেরিকায় এটি প্রকাশিত হতে যাচ্ছে।

পেরা আরও জানান, ৮৩ বছর বয়সে লেখকের যেমন থাকার কথা তিনি তেমনই আছেন। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে তাঁকে অপরাজেয় মনে হচ্ছে বলেও তিনি জানান।

তিনি জানান, দুই সপ্তাহ আগে তিনি সর্বশেষ মেক্সিকো সিটিতে জনসম্মুখে একটি বক্তৃতা দিয়েছেন। একটি নতুন উপন্যাস লেখার কাজে তিনি ব্যস্ত আছেন। তার নতুন উপন্যাসের নাম ‘এন  আগস্তো নস ভেমস’। যার অর্থ, ‘আগস্টে আমাদের দেখা হবে’। উপন্যাসটি প্রকাশের তারিখ জানাননি তিনি।

‘আমি বক্তৃতা দিতে আসিনি’ বইটির ব্যাপারে ক্রিস্টোবাল পেরা বলেন, ‘তিনি বক্তৃতা দিতে একদম অপছন্দ করতেন। তাঁর পরিচয়, রাজনৈতিক ও সাহিত্য কর্মের জন্য, বন্ধুদের জন্য তাঁর অনুরাগের নির্যাস এই বইয়ে পাওয়া যাবে। ’

মার্কেস ১৯৮২ সালে নোবেল সাহিত্য পুরস্কার পান। তাঁর বিখ্যাত বইগুলোর মধ্যে, একশ বছরের নিঃসঙ্গতা, কলেরার দিনে ভালোবাসা ইত্যাদি।

সম্প্রতি মার্কেস নতুন বই প্রকাশের ব্যাপারে বলেন, ‘এই বক্তৃতাগুলো দেওয়ার সময় আমি নিজেকে পুনরাবিষ্কার করেছি। দেখেছি কিভাবে আমি পরিবর্তিত হয়েছি, কিভাবে লেখক হিসেবে বিকশিত হয়েছি। ’

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।