আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগান ভূখণ্ডে পাকিস্তানি বিমান বাহিনীর হামলার জবাবে তাদের বাহিনী পাকিস্তানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চলিয়েছে।
শনিবার দেওয়া ওই বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্টভাবে পাকিস্তানের নাম উল্লেখ করেনি, তবে বলেছে হামলাগুলো ‘হাইপোথেটিক্যাল লাইন’ বা কাল্পনিক সীমান্ত রেখার বাইরে পরিচালিত হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, হাইপোথেটিক্যাল লাইনের বাইরে কয়েকটি স্থানে যেখানে শত্রুদের অবস্থান রয়েছে এবং গোপনস্থান হিসেবে ব্যবহার হয়, হামলায় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
পাকিস্তানে অভ্যন্তরে হামলা চালানো হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারাজমি বলেন, আমরা এটিকে পাকিস্তানের অঞ্চল হিসেবে বিবেচনা করি না, তাই আমরা অঞ্চলটির মালিকানা নিশ্চিত করতে পারি না, তবে এটি হাইপোথেটিক্যাল লাইনের বিপরীত দিকে ছিল।
এদিকে এই হামলায় ১৯ জন পাকিস্তানি সৈনিক নিহত হয়েছে বলে দাবি করছে আফগান ও ভারতীয় একাধিক সংবাদমাধ্যম। তবে পাকিস্তান কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
এর আগে গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়। আফগানিস্তান সেই সময় করে, পাকিস্তানি হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৫
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমএম