ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বেঙ্গালুরুতে সন্তানদের বিষ খাইয়ে ফাঁস নিলেন দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
বেঙ্গালুরুতে সন্তানদের বিষ খাইয়ে ফাঁস নিলেন দম্পতি

ভারতের বেঙ্গালুরুতে ভাড়া বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেল একটি পুরো পরিবারকে।  

স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) সকালে পরিবারের গৃহকর্মী কাজের জন্য এসে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানান, তারা পরে পুলিশকে অবহিত করে।

পুলিশ বাড়িতে প্রবেশ করে, দম্পতি এবং তাদের শিশুদের মরদেহ উদ্ধার করে।

উদ্ধার করা মরদেহ মধ্যে রয়েছেন ৩৮ বছর বয়স্ক অনুপ কুমার, যিনি একজন সফটওয়্যার পরামর্শক। আরও রেয়েছেন তার স্ত্রী রাখি (৩৫), তাদের ৫ বছর বয়সী মেয়ে অনুপ্রিয়া এবং ২ বছর বয়সী ছেলে প্রিয়াংশ। অনুপের চাকরির সুবাধে তারা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে বেঙ্গালুরুতে এসেছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, অনুপ ও রাখি তাদের সন্তানদের বিষাক্ত পদার্থ খাওয়ানোর পর নিজেরা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  

দম্পতির ৫ বছর বয়সী মেয়ে অনুপ্রিয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ছিল। বিষয়টি নিয়ে তারা মানসিকভাবে চাপে ছিলেন। খবর এনডিটিভি

পরিবারটিতে তিনজন কর্মচারী কাজ করতো, যার মধ্যে দুইজন রাঁধুনি এবং একজন শিশুদের জন্য পরিচর্যাকারী ছিলেন। প্রত্যেকে প্রতি মাসে ১৫ হাজার রুপি বেতন পেতেন। এই কর্মচারীরা জানিয়েছেন পরিবারটি পন্ডিচেরি ভ্রমণের পরিকল্পনা করছিল, তাদের ব্যাগ ঘুছানোও শেষ হয়েছিল।

এখন পর্যন্ত ঘটনাস্থলে কোনো আত্মহত্যার নোট পাওয়া যায়নি। পুলিশ একটি মামলা রেজিস্টার করেছে এবং ঘটনার তদন্ত চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।