ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বন্যায় নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
থাইল্যান্ডে বন্যায় নিহত ১০০

ব্যাংকক: থাইল্যান্ডে ভয়াবহ বন্যা ও ভূমিধসে তিনজন বিদেশিসহ কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। তবে শনিবার কর্মকর্তারা জানিয়েছেন কয়েকটি অঞ্চল থেকে বন্যার পানি সরে গেছে।



থাইল্যান্ডের জরুরি চিকিৎসা বিভাগ থেকে জানানো হয়েছে, শুক্রবার বন্যা দুর্গত এলাকায় ৬ জনের মৃত্যু হয়েছে।

থাইল্যান্ডের কর্র্তৃপক্ষ জানিয়েছে, ৭৬ টি প্রদেশের মধ্যে এখনো ২২ টি প্রদেশ বন্যা কবলিত। তবে ১৬ টি প্রদেশ থেকে বন্যার পানি নেমে গেছে।

গত ১০ অক্টোবর শুরু হওয়া বন্যায় কমপক্ষে ৫০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হাজার হাজার মানুষ চিকিৎসার অপেক্ষায় আছেন। বন্যাদুর্গতরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

এদিকে বাধে বালুর বস্তা ফেলে রাজধানী ব্যাংকককে ভয়াবহ বন্যা থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব হয়েছে। তারপরও এখানে হাজারখানেক বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।