ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে সেনা ঘাঁটিতে হামলা নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

আফগানিস্তান: আফগানিস্তানের পাখতান রাজ্যে ন্যাটো ও আফগান বাহিনীর সঙ্গে তালেবান জঙ্গিদের সংঘর্ষে ৮০জন নিহত হয়েছে। শনিবার রাজ্য গভর্ণরের মুখপাত্র একথা জানান।



গভর্ণরের মুখপাত্র ফরিদ মুখলিস জানান, তালেবান জঙ্গিরা একটি সেনা ঘাঁটিতে হামলা চালালে ওই হতাহতের ঘটানা ঘটে। নিহতরা সবাই জঙ্গি।

কর্তৃপক্ষ জানান, সহিংসতায় কোনো ন্যাটো বা আফগান সেনা এবং সাধারণ মানুষ নিহত হয়নি। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া সংঘর্ষ শনিবার সকাল পর্যন্ত চলে।

মুখপাত্র জানান, বারমাল জেলার সেনা ঘাটিতে ওই হামলার ঘটনা ঘটে।

তবে ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী জানায়, মূল বাহিনী থেকে দূরে থাকা সেনারা জানিয়েছে হামলায় কমপক্ষে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। এতে নিহতের তথ্যে পার্থক্য দেখা দিয়েছে। এ পার্থক্যের কারণ পরিস্কার নয়।

বাহিনীর বিবৃতিতে জানানো হয়, যুদ্ধে যৌথবাহিনীর ৫ সেনা আহত হয়েছে। হামলায় গ্রেনেড ছোট অস্ত্র এবং মর্টার সেল ব্যবহার করা হয়েছে। এছাড়া বিমান থেকেও হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।