ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সরকার গঠনে সহায়তা করতে ইরাকি রাজনীতিকদের সৌদি বাদশার আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০
সরকার গঠনে সহায়তা করতে ইরাকি রাজনীতিকদের সৌদি বাদশার আমন্ত্রণ

রিয়াদ: সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ ইরাকের সরকার গঠনে সহায়তা করতে সে দেশের রাজনৈতিক নেতাদের রিয়াদে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার এ আমন্ত্রণ জানানো হয়।



ঈদ-উল-আজহা শেষ হওয়ার পর এ বিষয়ে আলোচনার জন্য ইরাকের রাজনীতিকদের আমন্ত্রণ জানান। আলোচনা চলবে আরব লীগের মধ্যস্ততায়। এতে ইরাকের নতুন গঠনে সব সমস্যা সমাধানের চেষ্টার করা হবে।

আমন্ত্রণের নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। তবে ঈদের পরেই এই আলোচনা হবে বলে জানানো হয়েছে।

একটি বিবৃতিতে বাদশাহ আবদুল্লাহ বলেন, ‘সবাই এটা জানে যে, আপনারা সমস্যাই আছেন। নিজেদের মধ্যে ঐক্য আনতে সম্ভাব্য সব চেষ্টাই আপনাদের করতে হবে। ব্যবধান কমাতে হবে ও জঘন্য গোষ্ঠীতন্ত্রের আগুন নিভিয়ে ফেলতে হবে। ’

তবে ইরাকের নুরি আল-মালিকির সরকারের আইনপ্রণেতা সামি আল-আসকারি অবজ্ঞা করে বলেন, ‘সৌদি আরবের উদ্যোগ ইতিবাচক নয়। আর ওই দেশটির তো কিছুই করার নেই। কারণ গত কয়েক বছরে তারা কোনো ভূমিকা পালন করেনি।
    
গত ৭ মার্চ থেকে ইরাক কোনো সরকার ছাড়াই চলছে। দেশটির পার্লামেন্টের আসনসংখ্যা ৩২৫টি। সরকার গঠন করতে কোনো দলই সংখ্যাগরিষ্ঠ পায়নি।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।