ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারী বর্ষণে মালয়েশিয়ায় বন্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০
ভারী বর্ষণে মালয়েশিয়ায় বন্যা

কুয়ালালামপুর: মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় দুটি রাজ্যে ভারী বর্ষণে কারণে বন্যা দেখা দিয়েছে। সরকার বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে।

কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সরকারি গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

বন্যা কবলিত থাইল্যান্ডের সীমান্তঘেঁষা পেরলিস রাজ্যে ১১টি বিদ্যালয় বন্ধ ঘোষণা এবং তিন হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। আক্রান্ত এলাকার রাস্তা, হাসপাতাল ও সরকারি ভবন প্লাবিত হয়েছে।

পার্শ্ববর্তী কেদাহ রাজ্যে ৯ হাজার ২৬৪ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ৩৯টি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামা স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বলেছে কেদাহ রাজ্যের কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় গত কয়েকদিনে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন । মঙ্গলবার থাইল্যান্ডে নতুন করে বন্যা শুরু হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।