ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০
রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর জীবনাবসান

মস্কো: রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ভিক্তর চের্নোমিরদিন বুধবার সকালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রিয়া নভোস্তি’র।

সূত্র জানায়, ‘চের্নোমিরদিন মস্কোর স্থানীয় সময় ৪টায় অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। ’

বোরিস ইয়েলৎসিনের শাসনামলে ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি রাশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এরপর ২০০১ সালে ইউক্রেনে রাশিয়ার রাষ্ট্রদূত নিযুক্ত হন। ২০০৯ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

চের্নোমিরদিন ইয়েলৎসিনের গোঁড়া সমর্থক ছিলেন। বেসরকারিকরণ ও বিভিন্ন সংস্কারের পে তার অবস্থান ছিলো শক্ত। যদিও রাজনৈতিক জীবনের শুরুতে তিনি অর্থনৈতিক পরিবর্তনের বিরোধিতা করতেন।

১৯৮০-র দশকে তিনি তেল ও গ্যাস শিল্পমন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গাজপ্রম নামের একটি কোম্পানির তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।   ২০০০ সাল পর্যন্ত যাওয়া-আসার মধ্য দিয়ে তিনি এই পদে ছিলেন। এখানে থাকাকালীন তিনি রাশিয়ার অন্যতম ধনকুবের হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তবে ভাষার বৈচিত্যময় ব্যবহারের কারণে রুশভাষী বিশ্বের তিনি সবচেয়ে বেশি পরিচিত।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।