ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধাপরাধ অভিযোগে শ্রীলঙ্কার তামিল কানাডায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০
যুদ্ধাপরাধ অভিযোগে শ্রীলঙ্কার তামিল কানাডায় গ্রেপ্তার

টরন্টো: যুদ্ধাপরাধের জন্য কানাডার সরকার একজন তামিল আশ্রয়প্রার্থীকে গ্রেপ্তার করেছে।

গত আগস্টে থাইল্যান্ড থেকে একটি জাহাজযোগে গোপনে কানাডার ভ্যানক্যুভার শহরে ৪৯২ জন অভিবাসীতে নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিএদের একজন।

যুদ্ধাপরাধ প্রমাণ হলে তাকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হবে। কানাডার অভিবাসন আইন অনুযায়ী, যুদ্ধাপরাধ বা সন্ত্রাসবাদের অভিযোগে কোনো ব্যক্তির জন্য সে দেশে প্রবেশ নিষিদ্ধ।

কানাডার সীমান্তসেবা সংস্থা (সিবিএসএ) এ বিষয়ে কোনো মন্তব্য করতে বুধবার অস্বীকৃতি জানিয়েছে। সংস্থাটি এসংক্রান্ত ইস্যু নিয়ে কাজ করে।

তবে কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ভিচ টোওস-এর উদ্ধৃতি দিয়ে তার মুখপাত্র বলেন, ‘আমি আপনাকে যা বলতি তা হলো, অপরাধ কার্যক্রমের ল্য হওয়া সত্ত্বেও কানাডা পেছন ফিরে থাকতে পারে না। সন্ত্রাসীরা কানাডার উদারতার সুযোগ নিচ্ছে। ’

কানাডায় যেতে প্রত্যেক তামিল সদস্য এমভি সান সি নামের ওই জাহাজ কর্তৃপকে ৪০ থেকে ৫০ হাজার মার্কিন ডলার দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

নতুন আইনে চোরাপথে যাওয়া তামিল আশ্রয়প্রার্থীদের জাতীয়তার সত্যিকার পরিচয় না জানা পর্যন্ত এক বছরেরও বেশি তাদের জেলে আটক রাখা হতে পারে।

কানাডার অ্যাটর্নি জেনারেলের মতে, ৬৩ হাজার শরণার্থীকে দেশ ছেড়ে চলে যেতে বলা হলেও তারা রয়ে গেছে। এছাড়া ৪১ হাজার শরণার্থী নিখোঁজ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১0

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।