ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৪ বছর পর কিউবার কমিউনিস্ট পার্টির কংগ্রেস ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
১৪ বছর পর কিউবার কমিউনিস্ট পার্টির কংগ্রেস ঘোষণা

হাভানা: দীর্ঘ ১৪ বছর পর কিউবার ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির কংগ্রেসের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। আগামী বছরের এপ্রিলে এ কংগ্রেস অনুষ্ঠিত হবে।



ধারণা করা হচ্ছে, দেশের অর্থনৈতিক সমস্যাই এই কংগ্রেসের প্রতিপাদ্য বিষয়।

প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো হাভানায় কিউবার বন্ধুরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন।

রাউল বলেন, দলের ষষ্ঠ কংগ্রেসের মাধ্যমে দেশের অর্থনীতির সমস্যা সমাধানে মনোযোগ, কিউবার অর্থনৈতিক মডেলের হালনাগাদ, দলের অর্থনৈতিক ও সামাজিক নীতি এবং বিপ্লবের বিষয়ে আলোচনা করা হবে।

এদিকে, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে রাউল ব্যক্তি উদ্যোগে ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করেছেন।

২০০৬ সালে বড় ভাই ও দলপ্রধান ফিদেল কাস্ত্রোর কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর প্রথমবারের মতো কমিউনিস্টর পার্টির কংগ্রেসের ঘোষণা এলো।

বিশেষজ্ঞরা মনে করছেন, রাউল কাস্ত্রো কিউবার প্রেসিডেন্ট হলেও দলের প্রধান ফিদেল কাস্ত্রোই থাকবেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।