ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ব্যারি’র ঘরে ফেরার প্রতীক্ষায় ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
‘ব্যারি’র ঘরে ফেরার প্রতীক্ষায় ইন্দোনেশিয়া

এয়ারফোর্স ওয়ান: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দু’দিনের সফরে ভারত থেকে জাকার্তার উদ্দেশে রওনা হয়েছেন। তিনি মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে চারটায় দেশটির হালিম পেরদানাকুসমা বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।



শিশু বয়সে তার মা’র সঙ্গে চার বছর ইন্দোনেশিয়া বাস করেন ওবামা । ইন্দোনেশিয়ার জনগণের কাছে ‘ব্যারি’ নামে পরিচিত ওবামার এ আগমন তাদের কাছে ঘরের ছেলের ঘরে ফিরে আসার মত।

জাকার্তা পোস্ট সংবাদপত্র ‘ব্যারির ঘরে ফেরা’ বলে সংবাদ প্রকাশ করে। এদিকে ‘শেষ পর্যন্ত সে এখানে’ বলে ওবামার আগমনকে স্বাগত জানায় কোরীয় টেম্পো নামের দেশটির দৈনিক সংবাদপত্র।

ওবামার সম্মানে জাকার্তার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো বিকাল ৫টায় রাষ্ট্রীয় ভবনে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

একইসঙ্গে বিকাল প্রায় সাড়ে ৫টায় রাষ্ট্রীয় ভবনে দুই নেতা দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন। বৈঠকের আলোচ্যসূচিতে নিরাপত্তা ও অর্থনীতি অধিক গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকের পর সন্ধ্যা পৌনে ৭টায় যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন ওবামা ও ইয়োধোইয়োনো। পরে প্রেসিডেন্টের আয়োজনে রাত সাড়ে ৮টায় রাষ্ট্রীয় ভোজে যোগ দেবেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এর পরের দিন দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ইসতিকুলাল মসজিদ পরিদর্শন করবেন তিনি। এসময় তিনি ইন্দোনেশিয়ার জনগণের উদ্দেশ্যে মুক্তাঙ্গনে বক্তৃতা করবেন।

ওবামার সফর উপলক্ষে জাকার্তার সড়কগুলোতে সেনাসহ ৮ হাজার ৫০০ নিরাপত্তা কর্মী নিয়োজিত আছেন।  

দশ দিনের এশিয়ার সফরের অংশ হিসেবে চারদিনের ভারত সফর শেষে মঙ্গলবার ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হলেন ওবামা।

নতুন রপ্তানি বাজার তৈরির জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে যাচ্ছেন ওবামা। এর মূল উদ্দেশ্য মার্কিন অর্থনৈতিক পুনরুদ্ধার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

কয়েক সপ্তাহ আগে দেশটির মাউন্ট মেরাপির আগ্নেয়গিরিতে দ্বিতীয় দফায় অগ্ন্যুৎপাত শুরু হলে ওবামার সফর নিয়ে সন্দেহ দেখা দেয়। ছাই মেঘ ও লাভার কারণে ওবামাকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান জাকার্তা পৌঁছতে ব্যর্থ হবে বলে আশঙ্কা করা হয়।

তবে মঙ্গলবার আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক হলে সফরের ক্ষেত্রে সবুজ সঙ্কেত দেয় হোয়াইট হাউস।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।