ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের ইন্টারপোলের দায়িত্বে রোনাল্ড নোবেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
ফের ইন্টারপোলের দায়িত্বে রোনাল্ড নোবেল

দোহা: আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের ৭৯তম সম্মেলনে মঙ্গলবার মার্কিন নাগরিক রোনাল্ড নোবেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তৃতীয় মেয়াদে ইন্টারপোল প্রধান নির্বাচিত হয়েছেন। কাতারের দোহায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সাবেক আইনজীবী রোনাল্ড (৫৫) গত ১০ বছর ধরে দুই মেয়াদে ইন্টারপোলের প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি আগামী ৫ বছরের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন। নোবেলের পে ভোট পড়েছে ১১৯টি। বিপে পড়েছে একটি ভোট, বিরত ছিলেন ছয়জন।

এই পদের জন্য ইন্টারপোলের নির্বাহী কমিটি থেকে শুধুমাত্র রোনাল্ডকেই মনোনয়ন দেওয়া হয়েছিল।

কমিটির সভাপতি বুন হুই খু নোবেলের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক আইন কার্যকর করার ক্ষেত্রে নোবেল একজন কান্তিহীন কর্মকর্তা। ইন্টারপোলকে আধুনিকায়িত করার জন্য উপস্থিত প্রতিনিধিরা ভোট দেওয়ার আগেই নোবেলের প্রশংসা করেন।

কাতারে ইন্টারপোলের সাধারণ সম্মেলনে এক হাজার পুলিশ কর্মকর্তা ও আন্তর্জাতিক প্রতিনিধি উপস্থিত রয়েছেন। সম্মেলন বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।