ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িতে বুধবার সকালে মর্টার ও বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে ৩ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এতথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ঐ কর্মকর্তা জানান, সকাল ৬ টা থেকে ৮ টার মধ্যে দুটি মর্টার ও ১০ হাত বোমা নিক্ষেপ করা হয়।

মুসলিম জঙ্গিরা গীর্জায় উপাসনার সময় জিম্মী করে ৪৪ জনকে হত্যা করার মাত্র ১০ দিন পর এ হামলা চালানো হলো।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।