ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে দুই পুলিশ সদস্যকে হত্যা করেছে বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

শ্রীনগর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বুধবার মুসলিম বিদ্রোহীদের গুলিতে দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ সূত্রে এ খবর জানানো হয়।

 

কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার দণিাঞ্চলে পাতান শহরে এই ঘটনা ঘটে। পুলিশের একজন মুখপাত্র বলেন, জঙ্গিরা পুলিশের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের লক্ষ্যকরে গুলি করে।

হামলাকারীদের সনাক্ত করে আটক করার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের চারপাশ ঘিরে অভিযান চালাচ্ছেন।

গত কয়েক মাস ধরেই কাশ্মীরে উত্তেজনা বিরাজ করছে। মুসলিম অধ্যুসিত এলাকার জনগণ স্বাধীনতার জন্য দীর্ঘ ২১ বছর ধরে আন্দোলন করছেন। সরকারি হিসাবে সহিংসতায় এপর্যন্ত ৪৭০০০ মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।