ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুচির মুক্তির নিশ্চয়তা দিয়েছেন সরকারি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০
সুচির মুক্তির নিশ্চয়তা দিয়েছেন সরকারি কর্মকর্তা

ইয়াঙ্গুন: মিয়ানমারের বিরোধী দলের নেতা অং সান সুচিকে গৃহবন্দী দশা থেকে মুক্তি দিতে যাচ্ছেন দেশটির সামরিক জান্তা। কয়েকদিনের মধ্যেই তাকে মুক্তি দেওয়ার হবে বলে শুক্রবার এক সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

খবর এএফপির।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘কর্তৃপক্ষ তাকে মুক্তি দেবে। এটা নিশ্চিত। ’

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক কর্মকর্তা বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী তাকে অবশ্যই মুক্তি দেওয়া হবে। আমরা শুধু তার মুক্তির সময়টির জন্য অপেক্ষা করছি। ’

সুচির আইনজীবী নায়েন ইউন বলেন, ‘কর্তৃপক্ষ তাকে মুক্তি দেবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু এ বিষয়ে আমরা এখনও কোনো নিশ্চয়তা পাইনি। আইন অনুযায়ী সরকার তার শাস্তির মেয়াদ আর বাড়াতে পারেনা। দেশের স্বার্থে তাকে মুক্তি দেওয়া উচিত। ’

তবে জেনারেলের ক্ষমতা ধরে রাখার বিষয়টি যাতে হুমকি হিসেবে দেখা না দেয় তাই শর্তসাপেক্ষে সুুচিকে মুক্তি দেওয়া হতে পারে বলে কয়েকজন পর্যবেক্ষক ধারণা করছেন।

তবে শর্তসাপেক্ষে মুক্তির বিষয়টি সুচি গ্রহণ করবেননা বলে তার আইনজীবী জানান।  

সামরিক জান্তা তার রাজনৈতিক কর্মকান্ড সীমাবদ্ধ করবে বলে অনেকেই ধারণা করছেন। কেননা তিনিই একমাত্র ব্যক্তি যে বিরোধীদের জান্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে সক্ষম।

১৯৮৮ সালের আগস্টে শয়েদাগনের এক জনসমাবেশে সুুচি বলেছিলেন, ‘গণতন্ত্র অর্জন করতে হলে জনগণকে অবশ্যই একত্রিত হতে হবে, এটা খুবই স্পষ্ট। এটা খুবই সহজ একটি বিষয়। ’

তিনি আরও বলেছিলেন, ‘কোনো লক্ষ্য অর্জনে আমরা যদি একত্রিত না হই তাহলে আমরা কখনোই কিছু অর্জন করতে পারবোনা। ’

উল্লেখ্য সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ২০ বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে বড় ধরনের জয় পাওয়ার পর থেকেই সুচিকে গৃহবন্দী করে দেশটির জান্তা। একইসঙ্গে কখনোই তাকে বা দলটিকে ক্ষমতায়ও যেতে দেওয়া হয়নি।

এছাড়া গত বছরের আগস্টে সুচির গৃহবন্দীর মেয়াদ আরও ১৮ মাস বাড়ানো হয়। অপ্রত্যাশিতভাবে এক মার্কিনি সাঁতরে তার হ্রদের পাশের বাড়িতে প্রবেশের চেষ্টা করার পর তার শাস্তির মেয়াদ বাড়ায় জান্তা সরকার। ওই বাড়িতেই বন্দী জীবনযাপন করছেন তিনি।

এদিকে প্রতারণার অভিযোগে গত ৯ নভেম্বর দেশটিতে দুই দশকের মধ্যে প্রথম অনুষ্ঠিত নির্বাচন বর্জন করে এনএলডি।

তবে সুচির দলের আবারও জয়ের আশঙ্কায় জান্তা সরকার আগেই তার মুক্তির দিন ধার্য করে ১৩ নভেম্বর।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।