ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উ. কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন দ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০
উ. কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন দ. কোরিয়া

সিউল: উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরমাণু উত্থানের বিষয়ে চীনের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির পরমাণু কর্মসূচির প্রধান চলতি সপ্তাহে চীন সফরকালে ওই উদ্বেগের কথা জানান।

মঙ্গলবার.দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানিয়েছেন।

সিউলের বিশেষ দূত উই সং লিকের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সম্প্রতি উত্তর কোরিয়ার ইয়ংবনে পারমাণবিক চুল্লি স্থাপন এবং ইউরোনিয়াম উৎপাদনে তার দেশ চরম উদ্বেগ প্রকাশ করেছে’।

মুখপাত্র জানান, উই এবং চীনের পরমাণু বিষয়ক কর্মকর্তা উ ডাউই সোমবার পরমাণু কর্মসূচি নিয়ে ছয় পক্ষের আলোচনার বিষয়ে কথা বলেছেন।

এদিকে মার্কিন বিশেষজ্ঞ উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি পরিদর্শন করেছে বলে দেশটি প্রকাশ করেছে। মার্কিন মুখপাত্র বেইজিং, সিউল এবং টোকিও সফরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন।  

উত্তরকোরিয়া পরমাণু কর্মসূচি নিয়ে ছয় জাতির বৈঠকের আয়োজন করছে চীন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।