ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হজে হামলার পরিকল্পনা অস্বীকার করেছে আল-কায়েদা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
হজে হামলার পরিকল্পনা অস্বীকার করেছে আল-কায়েদা

দুবাই: সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতায় হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে আল-কায়েদা। সৌদি মন্ত্রীর এ ধরনের হামলার অভিযোগের ভিত্তিতে আরব দ্বীপপুঞ্জের ইয়েমেন ভিত্তিক দল (একিউএপি) রোববার এ তথ্য জানিয়েছে।



জঙ্গিদের ব্যবহৃত একটি ইসলামি ওয়েব সাইটে প্রকাশিত বিবৃতিতে একিউএপি জানায়, ‘আমরা হজের বিরুদ্ধে যেকোনো ধরনের অপরাধের বিরোধী। হজ ইসলামের একটি স্তম্ভ এবং যে কোনোভাবে আমরা মুসলমানদের নিরাপত্তার বিষয়ে সতর্ক। মক্কা অন্য যেকোন স্থানের তুলনায় অনেক বেশি পবিত্র। ’

সৌদি আরবে রোববার থেকে শুরু হওয়া হজে প্রায় ২০ লাখ মুসলিম অংশ নেবেন। এতে আল-কায়েদার সম্ভাব্য হামলা বিষয়ে গত সপ্তাহে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি প্রকাশ করেন।

এ বিষয়ে নায়েফ বিন আব্দুল আজিজ বলেন, ‘আমরা নিশ্চিতভাবে কোনো অভিযানের কথা বলছিনা, তবে এ ধরনের যেকোনো হামলা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। ’  

২০০৯ সালের আগস্টে একিউএপি’র এক আত্মঘাতী হামলাকারী প্রিন্স নায়েফকে হত্যার চেষ্টা চালায়। নায়েফ সৌদি আরবের সন্ত্রাসবাদ বিরোধী প্রচারাভিযানের প্রধান এবং দেশটির রাজ পরিবারের একজন সদস্য।

এদিকে জঙ্গিদের প্রকাশিত বিবৃতিতে মার্কিন-সৌদি গোয়েন্দা সহযোগিতার সমালোচনা করা হয়। সম্প্রতি এ গোয়েন্দা দল সমন্বিতভাবে পার্সেল বোমা পরিকল্পনার তথ্য উদঘাটন করে।

বিবৃতিতে বলা হয়, ‘পার্সেল বোমা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার মধ্য দিয়েই প্রমাণিত হয় যে এ দেশটির প্রতি সৌদি আরবের আনুগত্য আছে। বোমাটি ইহুদি এবং মার্কিনিদের জন্য নকশা করা হয়েছিলো। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০২ ঘন্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।