ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাজে ফিরলেন সুচি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০
কাজে ফিরলেন সুচি

ইয়াঙ্গুন: মুক্ত অং সান সুচি বহু বছর পর প্রথমবারের মতো সোমবার তার কাজে যোগ দিয়েছেন। দুর্বল হয়ে পড়া রাজনৈতিক দলের পুনর্গঠনের কাজে আদাজল খেয়ে নেমে পড়েছেন।



ইয়াঙ্গুনে দলের সদর দপ্তরে তিনি পৌঁছান। এর আগে রোববার তিনি এখানেই প্রথমবারের মতো জনসম্মুখে বক্তৃতা করেন। সবাইকে ঐক্যবদ্ধ ও হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি।

শান্তিতে নোবেল পুরস্কার জয়ী সুচিকে গত দুই দশকের অধিকাংশ সময় আটকে রেখেছিলো জান্তা সরকার। মুক্ত হয়ে তিনি জান্তাপ্রধান থান শয়ের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসার আহ্বান জানান।

গত ৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সুচির দল এনএলডিকে অংশ নিতে দেয়নি মিয়ানমারের সামরিক সরকার। গত শনিবার তাকে মুক্তি দেওয়া হয়।

থান শয়ের কাছে সোমবার কোনো চিঠি পাঠানো হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে এনএলডির মুখপাত্র নিয়ান উইন জানান, ‘আমি জানি না। ’

গত দুই দশক ধরে সুচি প্রায় কারও সঙ্গেই যোগাযোগ করতে পারতেন না। তবে মিয়ানমারের একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘খুব শিগগির তার বাড়িতে টেলিফোনের সংযোগ দেওয়া হবে। ’

রোববার সুচি সাংবাদিকদের বলেন, ‘আমি সব গণতান্ত্রিক শক্তির সঙ্গে কাজ করতে চাই। আমি জনগণের কণ্ঠ শুনতে চাই। ’

১৯৯০ সালে অনুষ্ঠিত নির্বাচনে সুচির দল বিশাল ব্যবধানে জয় পায়। তবে তাকে মতারোহন করতে দেয়নি সামরিক বাহিনী।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।