ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পেরুতে সড়ক দূঘর্টনা নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০
পেরুতে সড়ক দূঘর্টনা নিহত ১৮

লিমা: পেরুতে পৃথক সড়ক দুঘর্টনায় কমপক্ষে ১৮ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।



বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, পেরুর দণিাঞ্চলে আরেকিপা অঞ্চলের কামানা শহরে ঢালু এলাকা দিয়ে ভ্রমণ করার সময় একটি যান ৫০ মিটার নিচে পড়ে যায়। এতে ১৩ জন নিহত ও ১৩ জন আহত হয়।  

এছাড়া আরেকিপার মায়েস জেলায় তিনজন, জুনিন এলাকা ও হুয়ান্তা প্রদেশে একজন করে মারা গেছে।
 
পেরুর সরকারি হিসাবে গত ৮ বছরে ৩০ হাজার মানুষ নিহত এবং ৪৬ হাজার আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার ফলে ঐ সময়ে দেশটি ১০০ কোটি মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।