ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০
রাশিয়ায় সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

মস্কো: রাশিয়ায় সাংবাদিকদের ওপর ক্রমাগত নির্যাতন ও হামলার  প্রতিবাদে রোববার মস্কো সেন্টারে দুই শতাধিক মানুষ বিক্ষোভ সমাবেশ  করেছে। খবর এএফপির।



বিক্ষোভকারীরা দু’বছর আগে মস্কোর সাংবাদিক মিখাইল বেকেতভের ওপর হামলার কথা স্মরণ করে, যে সন্ত্রাসীরা তার পা ও আঙ্গুলগুলি কেটে নিয়েছিল। তিনি প্রায় কয়েক মাস কোমায় ছিলেন। মস্কোর বাইরে খিমকি জঙ্গলের পাশ দিয়ে হাইওয়ে রাস্তা তৈরির যে বিতর্ক দেখা দিয়েছিল তা নিয়ে অনুসন্ধানি প্রতিবেদন করেছিলেন। আর এতেই তার ওপর হামলা চালানো হয়।

ওই একই বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে চলতি মাসেই ও কোমেরসান্ট দৈনিকের এক সাংবাদিক ও মানবাধিকার কর্মী কনস্তানতিন ফেতিসভ হামলার স্বীকার হন।

বিক্ষোভকারীদের এক ব্যানারে লেখা ছিল ‘সত্য অনুসন্ধানের পথ মোড় নেয় মৃত্যুর দিকে । ’

বিক্ষোভকারীদের প্রধান ইয়েভগেনিয়া চিরিকোভা বলেন, ‘সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের ওপর আক্রমণ করা চলবে না। ’

গত ২০০০ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন ঘটনায় নিহত এবং আহত প্রায় ২০০ জন সাংবাদিকের নাম ও মূলপাতায় বেকেতভের ছবি সংবলিত বিশেষ একটি প্রকাশনা বিতরণ করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।