ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের রাষ্ট্রদূতদের সঙ্গে ইরাকের স্পিকারের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বাগদাদ: ইরাকি পার্লামেন্টের স্পিকার ওসামা আল-নুজাইফি রোববার যুক্তরাষ্ট্র এবং ইরানের রাষ্ট্রদূতদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। এ সময় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ইরানের রাষ্ট্রদূতকে সর্তক করেন তিনি।



আল-নুজাইফি বলেন, ইরানের রাষ্ট্রদূত হাসান দানাইকে তিনি পারস্পারিক শ্রদ্ধাবোধ ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন।

ইরাকিয়া দল ইরানের বিরুদ্ধে ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ করে আসছে।

এদিকে, বার্তাসংস্থা আইএএনএস-এর এক প্রতিবেদনে রোববার বলা হয়েছে, ইরাকের নতুন জোট সরকার গঠনকে রোববার স্বাগত জানিয়েছে প্রতিবেশী দেশ ইরান।

আল- নুজাইফি মার্কিন রাষ্ট্রদূত জেমস জেফরির সঙ্গে ইরাকের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, ইরাকের সাধারণ নির্বাচনে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ক্ষমতার ভাগাভাগি করে দেশটিতে জোট সরকার গঠিত হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।