ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে গৃহকর্মী নির্যাতন॥ বিচার দাবি ইন্দোনেশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০
সৌদিতে গৃহকর্মী নির্যাতন॥ বিচার দাবি ইন্দোনেশিয়ার

জাকার্তা: সৌদি আরবে অবর্ণনীয় নির্যাতনের শিকার এক নারী গৃহকর্মীর পে ন্যায় বিচার দাবি করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো। মঙ্গলবার তিনি এ দাবি করেন।



সুমিয়াতি বিনতি সালান মুস্তাপা (২৩) নামের ওই গৃহকর্মী এ মুহূর্তে মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৮ নভেম্বর থেকে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ঠোঁট ও মুখমণ্ডলে গভীর তের সৃষ্টি হয়েছে। কাঁচির আঘাতে এ ত হয়েছে বলে জানা গেছে। ইন্দেনেশিয়ার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।

সুসিলো বামবাং মন্ত্রিসভার একটি বৈঠকে জানান, এই ঘটনার পরিপ্রেেিত তিনি একটি সরকারি দলকে সৌদি আরবে পাঠাবেন। এর আগে তিনি সৌদি রাষ্ট্রদূত তার দপ্তরে ডেকে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘সৌদি আরবে ইন্দোনেশিয়ার ওই গৃহকর্মীর কি হয়েছে তা মনোযোগ সহকারে খতিয়ে দেখার জন্য আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি। আমি ন্যায় বিচার চাই। সর্বশক্তিতে কূটনৈতিক তৎপরতা চালাতে চাই। ’

সৌদির চাকরিদাতারা কাঁচি দিয়ে তাকে তবিত করেছে, ইস্ত্রি দিয়ে শরীর পুড়িয়ে দিয়েছে। কয়েক মাস আগে মেয়েটি চাকরির সন্ধানে পশ্চিম নুসা তেংগারা প্রদেশ থেকে সেখানে যায়।

মুসলিমদের পবিত্র অনুষ্ঠান হজ চলাকালে এ নিয়ে দুই দেশের সম্পর্ক নাজুক হয়ে পড়েছে। সৌদি আরবে হজে বিশ্বের প্রায় ২০ লাখ লোক অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।