ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলোচনায় বসতে ইরান সবসময় প্রস্তুত: আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১০
আলোচনায় বসতে ইরান সবসময় প্রস্তুত: আহমাদিনেজাদ

বাকু: ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বৃহস্পতিবার বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ব্যাপারে তার দেশ সবসময় প্রস্তুত। তবে নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ দেওয়াতে পশ্চিমা বিশ্বের সমালোচনা করেন তিনি।



আজারবাইজানের রাজধানী বাকুতে একটি সংবাদ সম্মেলনে আহমাদিনেজাদ বলেন, ‘আলোচনার জন্য আমরা সবসময় প্রস্তুত। ’

তিনি বলেন, ‘তারা (পশ্চিমা বিশ্ব) মনে করে, ইরানের ওপর চাপ প্রয়োগ করে হয়ত কিছু অর্জন করতে পারবে। তবে তা হওয়ার নয়। তারা আশা করে, ইরানের ওপর অবরোধ আরোপ করে দেশের মানুষকে পরিবর্তন করে দেবে। আর মানুষ কিন্তু তাদের নিষেধাজ্ঞায় ভেঙে পড়বে না। ’

আগামী ৫ ডিসেম্বর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে বিশ্বনেতৃবৃন্দের আলোচনা শুরু হতে যাচ্ছে। তবে এখনো আলোচনার স্থান ও এজেন্ডা চূড়ান্ত হয়নি।

আশা করা হচ্ছে, ওই আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বিগ্নতা কমবে। পশ্চিমা বিশ্বের অভিযোগ, বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে ইরান অস্ত্র তৈরি করছে। তবে এ অভিযোগ ইরান বরাবরই নাকচ করে আসছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।