ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাইতিতে কলেরায় নিহতের সংখ্যা বেড়ে১৪১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০
হাইতিতে কলেরায় নিহতের সংখ্যা বেড়ে১৪১৫

পোর্ট অব প্রিন্স: হাইতিতে কলেরা মহামারিতে নিহতের সংখ্যা ১৪১৫ জনে পৌঁছেছে। এপর্যন্ত সর্বমোট ৬০ হাজার ২৪০ জনকে কলেরার চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

হাইতির রাজধানীতেও কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলে সরকার আশঙ্কা করছে। ভয়ের কারণ হচ্ছে, ভূমিকম্পের পর রাজধানীতে কয়েক লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে বাস করছেন। হাইতিতে গত জানুয়ারি মাসে ভয়াবহ ভ’মিকম্পে প্রায় ৩ লাথ মানুষ নিহত হয়। বাস্তুহারা হয় ১০ লাখ মানুষ।

এদিকে কর্তৃপক্ষ কলেরা ছড়িয়ে পড়া ঠেকাতে সীমান্ত এলাকায় তরিৎ গতিতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।

এর আগে জেনেভায় জাতিসংঘ থেকে মঙ্গলবার কলেরা ছড়িয়ে পড়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি ভিত্তিতে সহায়তা চেয়েছে। এর আগে গত সপ্তাহে ১৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার সহায়তা চাওয়া হলেও মিলেছে মাত্র ৬৮ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।