কলকাতা: আগামী ২৫ জানুয়ারি ৩৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে মিলন মেলা প্রাঙ্গনে। চলবে ৬ ফেব্র্রুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার বইমেলার আয়োজন পাবলির্শাস অব বুক সের্লাস গিল্ডের পক্ষ থেকে সুধাংশু দে বাংলানিউজকে জানান, ‘এবারের বইমেলার থিম যুক্তরাষ্ট্র। ২৫ জানুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে মেলার উদ্বোধন করবেন যুক্তরাষ্ট্রের কথাসাহিত্যিক রির্চাড ফোর্ড। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবারে থিম যুক্তরাষ্ট্রের ঐতিহ্যপূর্ণ কিছু স্থাপত্যের অনুকরণে তৈরি হচ্ছে বইমেলার কয়েকটি প্রবেশদ্বার। ’
এদিন, তিনি আরও জানান, একটি প্রবেশদ্বার হচ্ছে রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ স্মরণে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির আদলে। এবারে বইমেলায় আসছে য্ক্তুরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, চীন, ভিয়েতনাম, ইতালি, আর্জেন্টিনা। বিশাল প্যাভেলিয়ান নিয়ে হচ্ছে বাংলাদেশের প্যাভিলিয়ান। এছাড়াও আসছে ইন্দোল্যাটিন আমেরিকান অ্যাসোসিয়েশান, ইন্দোহিসপানিক সোসাইটি, ইউরেশিয়া বুক ফেলাসিসহ বিভিন্ন প্রকাশক সংস্থারা।
এবার বইমেলার মাঠে থাকছে ৫টি টয়লেট ব্লক, পর্যাপ্ত পানির ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা ও খাবারের স্টল।
৫ ফেব্রয়ারি বইমেলায় পালিত হবে বাংলাদেশ দিবস। ওই দিন কলকাতার বাংলাদেশ উপদূতবাসের সহযোগিতায় মেলার মূল মিলনয়াতনে হবে আলাচনা সভা। এতে অংশ নেবেন বাংলাদেশের বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জুমান খান, জাতীয় গ্রন্থকেন্দ্রের মহাপরিচালক কবি রফিক আজাদ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. করুণাসিন্ধু দাস, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের অধ্যাপক অমিত্র সূধন ভট্টাচার্য প্রমুখ।
এবারের মেলায় কোনো প্রবেশ মূল্য থাকছে না। বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা মেলার স্টল খোলা থাকবে।
ভারতীয় সময়: ১৭৪৫ ঘন্টা, ২০ জানুয়রি, ২০১১