আবিদজান: আইভরি কোস্টের নেতা লুরা বাগবোকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার জন্য পশ্চিম আফ্রিকান নেতারা এবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম সহযোগী কর্মকর্তাদের পদত্যাগ করতে চাপ দিচ্ছেন।
এই কর্মকর্তারা বাগবোকে অর্থ সরবরাহের নিশ্চয়তা দিয়েছিলেন।
এরপর এ নেতারা নভেম্বরের ২৮ তারিখে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত অ্যালাসেন্স ওয়াত্তারাকে কেন্দ্রীয় ব্যাংকের জন্য নতুন একজন গভর্নর নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
ফিলিপ-হেনরি ডেকরি-টেব্লি পশ্চিম আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে সরে দাঁড়ালে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক এবং পর্যবেক্ষণ সংস্থার (ডব্লিউএইএমইউ) নেতারা মালিতে একটি সমাবেশের আয়োজন করেন। এ সময় তারা ওয়াত্তারাকে এই প্রস্তাব দেন।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১