তেহরান: ইরানে ২০০৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে দুইজন রাজনৈতিক কর্মীর ফাঁসি কার্যকর করা হয়েছে। তাদের মুক্তি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও তেহরান দ-াদেশ কার্যকর করল।
তেহরানের কৌঁসুলিরা জানান, এই দুজনের নাম জাফর কাজেমি এবং মোহাম্মাদ আলি হাজাঘাই। তবে তাদেরকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছে তা জানানো হয়নি।
প্রাথমিকভাবে ফাঁসির কারণ হিসেবে বলা হচ্ছে, তারা ২০০৯ এর জুনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিরুদ্ধে পুনর্নির্বাচনের প্রতিবাদে তাদের হাজার হাজার কর্মীদের সঙ্গে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে।
ইরানের বিরোধীদল পিপল মোজাহেদিন অব ইরান (পিএমওআই) এর বরাত দিয়ে আইনজীবির কার্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়, ‘জাফর কাজেমি এবং মোহাম্মাদ আলি হাজাঘাই নামের মোনাফেকদের দলের দুজন সদস্যকে আজ (সোমবার) সকালে ফাঁসি দেওয়া হয়েছে। ’
কৌঁসুলিরা আরও জানান, ‘এই দুজন ভ- একটি শক্তিশালী দলের সঙ্গে যুক্ত এবং ইংল্যান্ডের অবস্থান নেওয়া একটি চক্রের তত্ত্বাবধানে বিভিন্ন বিদ্রোহে জড়িত। তাছাড়া তারা ছবি, ব্যানার বিলি করা মুনাফেকদের আশ্রয় দিয়েছিল এবং সংঘর্ষের সময় বিভিন্ন শ্লোগান দিয়েছিল। ’
এদিকে, গত বছরের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন এই দুজন কর্মীকে মুক্ত করে দেওয়ার জন্য ইরান কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।
উল্লেখ্য, ২০০৯ সালে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে তেহরান এবং অন্যান্য শহরে সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েক ডজন বিক্ষোভকারী নিহত, অনেকে আহত হয়। এছাড়া হাজার হাজার বিক্ষোভকারীকে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১