ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ার সংসদ ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ২৪, ২০১৪
সোমালিয়ার সংসদ ভবনে জঙ্গি হামলা, নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: হর্ন অব আফ্রিকা অঞ্চলের দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দেশটির সংসদ ভবনে হামলা চালিয়েছে জঙ্গিরা। এ হামলার সময় সংসদ ভবনের ভেতরে বৈঠক করছিলেন সদস্যরা (এমপি)।



প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে শনিবার দুপুরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এখন পর্যন্ত এক সেনা সদস্যসহ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ বলেছে, সন্ত্রাসীদের বড় ধরনের হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

অপরদিকে, এ হামলার দায় স্বীকার করেছে দেশটির সন্ত্রাসবাদী সংগঠন আল শাবাব।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ২৪, ২০১৪/আপডেট ১৬৩৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।