ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশর নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে হিলারির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
মিশর নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে হিলারির ফোনালাপ

ওয়াশিংটন: মিশরের ক্ষমতা রদবদল বিষয়ে আলোচনা করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন। এ উদ্দেশ্যে রোববার ভারতের পরারষ্ট্রমন্ত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ফোনালাপ করেন তিনি।

খবর এএফপির।

হিলারির মুখপাত্র ফিলিপ ক্রাউলি তার টুইটার অ্যাকাউন্টে পাঠানো এক বার্তায় বলেন, ‘মিশরের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনার উদ্দেশ্যে হিলারি আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন নেতাদের ফোন করেছেন। ’

এর মধ্যে গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ প্যাপানড্রো থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ছিলেন বলে ক্রাউলি জানান। নেতাদের সঙ্গে হিলারি মিশর, পাকিস্তান ও অন্যান্য আঞ্চলিক বিষয়ও নিয়ে আলোচনা করেন।

এছাড়াও হিলারি ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিক ক্যাথরিন অ্যাশটন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও আলোচনা করেন বলে অপর এক টুইটার বার্তায় ক্রাউলি জানান।

তিন দশকের ক্ষমতার পর গত শুক্রবার মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক এবং ২৩ বছর দেশ শাসনের পর গত ১৪ জানুয়ারি তিউনিসিয়ার প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলি পদত্যাগ করেন।
 
মোবারকের পতনের সময় মিত্রদের সঙ্গে একজোট না হয়ে বরং গণতন্ত্রকে সমর্থন করায় মার্কিন প্রশাসন বর্তমানে সুবিধাজনক অবস্থানে আছে বলে বিশ্লেষকরা মত প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।