ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাওয়ালি শিল্পী রাহাত ফতেহ আলি খান নয়াদিল্লিতে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
কাওয়ালি শিল্পী রাহাত ফতেহ আলি খান নয়াদিল্লিতে গ্রেপ্তার

নয়াদিল্লি: উপমহাদেশের বিখ্যাত কাওয়ালি শিল্পী রাহাত ফতেহ আলি খানকে গোপনে বিদেশি মুদ্রা বহন করার অভিযোগে সোমবার গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। খবর আইএএনএসের।



এর আগে রোববার রাতে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে টানা ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এদিকে, উপমহাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খানকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শরৎ সবরবালকে রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী সালমান বশির তার দপ্তরে ডেকে পাঠিয়ে এই অনুরোধ জানান।

রাহাত ফতেহ আলি খানের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা বহন করার অভিযোগ আনা হয়েছে। তিনি পুরস্কার নিতে এবং একটি কনসার্টে যোগ দিতে ভারত এসেছিলেন। তার প্রতিনিধি দলের সঙ্গে থাকা ১৫ সদস্যের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৭০ লাখ টাকা পাওয়া যায়।

টানা ৬ ঘণ্টা জেরা করার পর বিমান বন্দরের নিরাপত্তা কর্মকর্তা ফতেহ আলী খানকে সোমবার সকালে গ্রেপ্তার করেন।

ভারেতের রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা নিশ্চিত করেন তার গ্রেপ্তারের  বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে পাকিস্তানের স্বরামন্ত্রী রেহমান মালিক, শহিদ মালিককে আটক শিল্পীকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার নিদের্শ দেন।

রাহাত ফতেহ আলি খানের মামা কিংবদন্তী কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলি খান পাকিস্তান ও ভারত উভয় দেশেই সমান জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।