ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কোমায় নয়, মোবারক অসুস্থ: রাষ্ট্রীয় গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
কোমায় নয়, মোবারক অসুস্থ: রাষ্ট্রীয় গণমাধ্যম

কায়রো: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের কোমায় থাকার খবর নাকচ করেছে দেশটির সরকারি গণমাধ্যমে। সোমবার প্রতিবেদনে বলা হয়, তিনি এখন অসুস্থ।



মিশরের দৈনিক আল-মাসরি আল-ইয়ুম রোববার সংবাদ প্রকাশ করে, মোবারক ভয়াবহরকম অসুস্থ এবং তিনি এখন কোমায় ঘুমাচ্ছেন।

তবে সরকারি দৈনিক আল-গমহুরিয়া মোবারকের ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, রাষ্ট্রের সাবেক এ প্রধানের মারাত্মক মানসিক সমস্যা দেখা দিলেও তিনি চিকিৎসা নিতে অস্বীকার করেছেন। তবে তিনি কোমায় নেই।

ধারণা করা হচ্ছে তিনি এখন সমুদ্রের ধারের অবকাশকেন্দ্র শারম আল-শেখে রয়েছেন। গত বছর মোবারক তার পিত্তথলির অস্ত্রোপচার করতে জার্মানি ভ্রমণ করেন।

গত ১১ ফেব্রুয়ারি একযোগে লাখ লাখ মানুষের সরকার বিরোধী বিক্ষোভের মুখে মোবারক মিশরের শাসনভার সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে শারম আল-শেখে পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।