ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সরকারকে জনঘনিষ্ঠ করতে ওয়েবসাইট খুললেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪
সরকারকে জনঘনিষ্ঠ করতে ওয়েবসাইট খুললেন মোদী

ঢাকা: জনগণের সঙ্গে সরকারের সম্পৃক্ততা আরও ঘনিষ্ঠ ও দৃঢ় করতে নতুন একটি ওয়েবসাইট খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার কার্যক্রম শুরু হওয়া তার এ স্বপ্নের ওয়েবসাইটের মাধ্যমে সরকারের সিদ্ধান্তে ‘হ্যাঁ’-‘না’ বলার সুযোগ পাবে আমজনতা।



ভারতীয় সংবাদ মাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, সরকারের কার্যপদ্ধতি নিয়ে জনগণের মতামত জানার জন্য এ ওয়েবসাইট খুলেছেন তথ্যপ্রযুক্তিপ্রেমী মোদী। আমজনতা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এই ওয়েবসাইটেই তাদের মতামত তুলে ধরতে পারবেন।

‘আপনার সহযোগিতায় সুশাসন’ শীর্ষক স্লোগানধারী mygov.nic.in নামে এই ওয়েবসাইটে ক্লিক করে সরকারের সিদ্ধান্তে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারবেন যে কেউ।

সংবাদ মাধ্যমগুলো বলছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের দু’মাসের মধ্যে এই ওয়েবসাইট উদ্বোধনের ঘটনাও উল্লেখযোগ্য।

এক বিবৃতিতে মোদী জানান, গত ৬০ দিনের অভিজ্ঞতায় তিনি বুঝতে পেরেছেন, জনগণ দেশ গড়ার কাজে মূল্যবান মতামত দিতে আগ্রহী।

ভারতীয় প্রধানমন্ত্রী জানান, মানুষ তাদের সময় ও শক্তি দেশের জন্য ব্যয় করতে চায়।   এই ওয়েবসাইট সরকারের সঙ্গে জনগণের দূরত্ব কমিয়ে সে সুযোগ করে তৈরি করবে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।