ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যামেরুনের উপ-প্রধানমন্ত্রীর স্ত্রীকে অপহরণ করলো বোকো হারাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪
ক্যামেরুনের উপ-প্রধানমন্ত্রীর স্ত্রীকে অপহরণ করলো বোকো হারাম

আফ্রিকার দেশ ক্যামেরুনের উপ প্রধানমন্ত্রীর স্ত্রীকে অপহরণ করেছে নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম। রোববার ক্যামেরুনের কোলোফাতা শহরের উত্তরাঞ্চলে উপ প্রধানমন্ত্রীর বাসভবনে অভিযান চালায় সংগঠনটি।

এসময় উপ প্রধানমন্ত্রীর স্ত্রীকে অপহরণ ছাড়াও তিনজনকে হত্যা করে বোকো হারাম।

ক্যামেরুনের তথ্যমন্ত্রী ও মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।   এসময় স্থানীয় এক ধর্মীয় নেতা ও শহরের মেয়রের বাড়িতে হামলা করে তাকে অপহরণ করে বোকো হারাম।
 
 সাম্প্রতিককালে সীমান্ত পাড়ি দিয়ে বেশ কয়েকবার ক্যামেরুন হামলা করেছে বোকো হারাম। ক্যামেরুন সরকার সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করা সত্ত্বেও কোনো কাজ হয়নি তাতে।

এর আগে বোকো হারাম শত শত নাইজেরিয়ান স্কুলছাত্রীদের অপহরণ করে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।