ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ৯ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৪
গাজায় ৯ ইসরায়েলি সেনা নিহত সংগৃহীত

ঢাকা: ফিলিস্তিনের গাজায় হামলা চালানোর সময় মর্টার সেলের আঘাতে ৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

এ নিয়ে অভিযানের ২১তম দিনে দেশটির সেনাবাহিনী আইডিএফ-এর ৪৮ জন সেনার মৃত্যু হয়েছে।



সোমবার বিকেলে গাজায় হামলা চালানোর সময় তাদের মৃত্যু হয়। এরমধ্যে আইডিএফ এক বিবৃতিতে এক জনের নাম জানিয়েছে। নিহত ওই সেনার নাম সার্জেন্ট মোশে দ্যাবিনো (২০)

এছাড়া ফিলিস্তিনের এশকল অঞ্চলের কাছাকাছি এলাকায় হামলা চালানোর সময় মর্টার সেলের আঘাতে আরও ৮ সেনা নিহত হন বলে জানিয়েছে আইডিএফ।

চলতি মাসের ৮ জুলাই থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় 'অপারেশন প্রোটেক্টিভ এজ' নামে  অভিযান শুরু করেছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল।

এ ঘটনায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এরমধ্যে বেশির ভাগই শিশু।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।