ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পড়বি তো পড় বসের চোখে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৪
পড়বি তো পড় বসের চোখে!

টনসিল বেড়েছে এই কথা বলে অফিস থেকে ছুটি নিয়ে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছে এক নার্সারি কর্মী। কিন্তু শেষ রক্ষ‍া হয়নি।

টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচারের সময় তা ধরা পড়ে খোদ বসের চোখে।

এমি ম্যাকিনটোশ নামের এই নারী শ্রমিক কয়েক সপ্তাহ ধরেই মেডিকেল লিভে। কিন্তু তাকে দেখা যায় বিশালাকায় টিকেক মাথায় করে গ্লাসগোর কমনওয়েলথের উদ্বোধনীতে নাচছেন।

রেনফ্রিউশায়ারের হস্টনের উডল্যান্ড ডে নার্সারির কর্মী ম্যাকিনটোশকে এবার বসদের মুখোমুখি হতেই হবে। একজন সহকর্মী সে কথা জানিয়ে বললেন, আমরা যখন তাকে দেখি বিশ্বাসই করতে পারিনি।

গত তিন সপ্তাহ ধরে তাকে রিহার্সাল করতে হয়েছে অথচ কাজে না যোগ দিয়ে বলে আসছে এতটাই অসুস্থ যে কাজ করা সম্ভব নয়।

কাজটি করতে ম্যাকিনটোশের কম ঝক্কি নিতে হয়নি। টনসিল আক্রান্ত দেখিয়ে সেজন্য ডাক্তারের প্রেসক্রিপশন ও হাসপাতালে ভর্তির নির্দেশনা যোগাড় করতে হয়েছে।
নার্সারির পক্ষ থেকে বলা হচ্ছে, এত কিছুর প্রয়োজন ছিলো না, কমনওয়েলথের উদ্বোধনীতে অংশ নিতে চায় জানালে এমনিতেই তার ছুটি হতো।

তবে এমি চালাকিই করেছে। অসুস্থ্যতার জন্য চিকিৎসাভাতা নিশ্চিত করে মনের সুখে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের নাচের অনুশীলন করে সে গোটা টিমের মান ডুবিয়েছে, এমনই মনোভাব সহকর্মীদের।

ওদিকে কাজের অবস্থা যাই হোক, কমনওয়েলথে পারফর্ম করে বন্ধুদের খুব প্রশংসা কুঁড়িয়েছেন এমি ম্যাকিনটোশ। ফেসবুকে চলছে তার প্রশংসার ছড়াছড়ি।

বাংলাদেশ সময় ২০৫৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।