ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমিও একজন সাংবাদিক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৪
আমিও একজন সাংবাদিক! ছবি: সংগৃহীত

ঢাকা: গাজায় ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত মারা গেছেন প্রায় ১৫শ মানুষ। আগ্রাসন থেকে বাদ যায়নি শিশুরাও।

প্রতিদিনই হামলা চালানো হচ্ছে কোনো না কোনো স্কুলে। তাই শিশুরা নিজেরাই এখন খুঁজছে বাঁচার উপায়।

গাজা হামলা কাভার করতে যান সুইডিশ সাংবাদিক জোহান ম্যাথিস। এ সময় তার কাছে দৌড়ে এসে ৫-৬ বছর বয়সী এক শিশু নিজেকে উপস্থাপন করে এভাবে- ‘আই অ্যাম এ জার্নালিস্ট’।

এ বিষয়ে জোহান এক টুইট বার্তায় বলেন, সাংবাদিক পরিচয় দিলে হয়তো তাকে মরতে হবে ন‍া, এমনটি ভেবেই শিশুটি নিজেকে সাংবাদিক পরিচয় দেয়।

সাংবাদিক হিসেবে নিজেকে আরও বেশি গ্রহণযোগ্য করতে শিশুটি একটি কালো পলিথিন দিয়ে নকল জ্যাকেট তৈরি করে গায়ে জড়ায়। মাথায় টিভি লেখা একটি ময়লা হ্যাটও পরে।

এ বিষয়ে শিশুটি জানায়, এখানে মূলত কী ঘটছে তা নিয়ে আমি রিপোর্টিং করছি।

টুইটারে ১৫ ঘণ্টায় সাড়ে পাঁচ হাজার বার শেয়ার হয়েছে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।