ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এক ডুবে ২২ মিনিট!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৪
এক ডুবে ২২ মিনিট!

পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়াই হচ্ছে স্টিগ সেভেরিনসেনের কাজ। এবার তিনি ডুব দিয়ে সর্বোচ্চ ২২ মিনিট থেকে বিশ্বরেকর্ড গড়লেন।

‘স্টেট অব জেন’ টেকনিক খাটিয়ে তিনি পানির নিচে শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে থাকেন।

এছাড়া পানির নিচে মাত্র দুই মিনিট ১১ সেকেন্ডে ৫০০ ফুট সাতার কেটে রেকর্ড করেন এই ডাইভার। এজন্যই ৪১ বছর বয়সী সেভেরিনসেনের ডাক নাম দেওয়া হচ্ছে- ‘দ্য ম্যান হু ডাজ নট ব্রেথ’।

ডেনমার্কের আলবর্গের বাসিন্দা সেভেরিনসেন বলেন,  আমি সবসময় পানিকেই ভালোবেসে আসছি। বাল্যকাল থেকেই আমি এক ডুবে পানির নিচের প্রাণী ধরার চেষ্টা করতাম।

২০০৩ সাল থেকে তিনি ডাইভ করছেন। এরমধ্যেই তিনি তিনটি বিশ্বরেকর্ড করেছেন।

পানির নিচে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করার জন্য ব্রেথলোজি নামে একটি বইও লিখেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।