ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধর্মপুত্রকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৪
ধর্মপুত্রকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন মোদী ছবি : সংগৃহীত

ঢাকা: ১৬ বছর পর নেপালি কিশোর জিৎ বাহাদুরকে নিজের মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যিনি এতদিন ‘ধর্মপুত্র’ হিসাবে নিজের আশ্রয়ে রেখেছিলেন জিৎকে।



রোববার দু’দিনের নেপাল সফরে কাঠমান্ডু পৌঁছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরে সঙ্গী হন জিৎ বাহাদুরও।

সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোদী ফিরে আসেন হোটেলে।

সেই হোটেলেই বাহাদুর পরিবারের সদস্যরা আসে জিৎ এর সঙ্গে দেখা করতে। আবেগঘন পরিবেশে মোদী তখন ধর্মপুত্র জিৎকে তার মা খাজিসারা বাহাদুরের হাতে তুলে দেন বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আকবরুদ্দিন।

এ সময় সেখানে জি‍ৎ এর বড় ভাই দশরথ, তার স্ত্রী এবং ছোট বোন প্রেমকুমারী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাহাদুর পরিবারকে উপহার সামগ্রীও দেওয়া হয়।

জিতের পরিবার থাকে নেপালের পশ্চিমের রাজ্য নওয়ালপাড়াসি জেলার কাওয়াসূতির একটি বস্তি এলাকায়। সেখান থেকেই তারা ছেলেকে নিতে আসেন রাজধানীতে।

এ বিষয়টি নিয়ে মোদী নিজেও বেশ ‘উত্তেজিত’ ছিলেন।

সফরের আগে এক টুইট বার্তায় লেখেন, বেশ কয়েক বছর আগে একটি বালককে উদ্ধার করেছিলাম আমি। তার নাম জিৎ বাহাদুর। সে ভারতীয় ভাষা জানত না। কোথায় যাবে, কী করবে তা-ও জানা ছিল না। ’

মোদী জানিয়েছেন, তিনি জিতের পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। সে গুজরাটিও শিখে নিয়েছিল। তার পরিবারেরও খোঁজ চলছিল। শেষ পর্যন্ত নেপালে খোঁজ পাওয়া যায় জিতের পরিবারের।

** ধর্মপুত্রকে মায়ের কোলে ফিরিয়ে দেবেন মোদী

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।