ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সততার ‘পুরস্কার’ ৩০ বছরে বদলি ৬০ বার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৪
সততার ‘পুরস্কার’ ৩০ বছরে বদলি ৬০ বার প্রদীপ কাসনি

ঢাকা: সততা ‘রোগ’ রয়েছে তার, এই রোগে ভুগে ৩০ বছরের চাকরি জীবনে ৬০ বার বদলি হয়েছেন প্রদীপ কাসনি। সর্বশেষ সততা দেখিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী ভুপেন্দর সিং হুডার ‘অভিশাপে’ বদলি হয়েছেন ‘ভারতীয় প্রশাসনিক সেবা’র (আইএএস) এ আমলা।



স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, মাত্র ৩০ মিনিটেও বদলি হওয়ার রেকর্ড রয়েছে প্রদীপের। তবু ‘আক্কেল’ হয় না বলে প্রতিবছর গড়ে দু’বার করে বদলি হয়েছেন।

স্থানীয় প্রশাসন তাকে বদলির কারণ হিসেবে কোনো না কোনো কারণ দেখালেও জনসাধারণের চোখে একমাত্র ‘অপরাধ’ প্রদীপের সততা।

শেষবার বদলি হয়েছেন খোদ হরিয়ানার মুখ্যমন্ত্রী সিং হুডার ‘সুপারিশ’ক্রমে নিয়োগ পাওয়া পাঁচ কমিশনারের নিয়োগপত্র দিতে অস্বীকার করায়।

রাজ্য সরকারের প্রধান নিয়োগ দিলেও প্রদীপ জানান, এ পাঁচ কমিশনারের নিয়োগ অবৈধ।

ব্যস, তার নিত্যকার গুছিয়ে রাখা তল্পিতল্পাসহ নতুন দফতরে পাঠিয়ে দেওয়া হয়।

৩০ বছরের চাকরি জীবনেই দীপ জ্বেলে যাওয়া প্রদীপ জানান, এ ব্যাপারে তার কোনো বক্তব্য নেই। বদলির কারণও জানেন না তিনি। সরকার জানে।

১৯৭৭ ব্যাচের এ আইএএস কর্মকর্তা বলেন, এভাবে বদলি ‍আমার অভ্যাস হয়ে গেছে। নতুন দফতরে ক’দিন থাকতে পারবো সেটাও জানি না।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।