ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‌ইরাকে আরও ‘সামরিক উপদেষ্টা’ পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
‌ইরাকে আরও ‘সামরিক উপদেষ্টা’ পাঠালো যুক্তরাষ্ট্র

ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানে আরও ১৩০ জন ‘সামরিক উপদেষ্টা’ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের উদ্ধৃতি দিয়ে বুধবার ভোরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে।



ক্যালিফোর্নিয়ার ক্যাম্প পেনডলেটন সামরিক ঘাঁটিতে এক অনুষ্ঠানে যোগদানকালে হেগেল সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে সৈন্যরা কুর্দিস্তানের রাজধানী ইরবিলে পৌঁছে গেছেন।

তবে যুদ্ধে না জড়িয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে ইরাকের নাগরিকদের সাহায্য করতে এসব সৈন্য কাজ চালিয়ে যাবে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দেশটির সুন্নি সম্প্রদায়পন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের হাত থেকে বেসামরিক ইরাকিদের রক্ষা করতে এসব সৈন্য কাজ করে যাবে।

হেগেল আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র কেবল জঙ্গিবাহিনীকে মোকাবেলায় বিমান হামলা চালিয়েছে।

মার্কিন যুদ্ধবিমানের ভয়ে দশ হাজারের মতো আইএস সদস্য পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে, সাধারণ ইরাকিদের ‘মানবিক সহায়তা’ দিতে ২৫০ সৈন্য পাঠায় পেন্টাগন।

আইএসের হামলার মুখে ইরবিলসহ ইরাকের উত্তরাঞ্চল ভীতিকর জনপদে পরিণত হওয়ায় সেখানে গত ৮ আগস্ট থেকে বিমান হামলা শুরু করে মার্কিন বিমান বাহিনী।

গত জুনে ইরাকের অন্যতম বৃহৎ শহর মসুলসহ বেশ কিছু অঞ্চল দখলে নেয় আইএস। এরপর সম্প্রতি খ্রিস্টান অধ্যুষিত শহর কারোকোশও দখলে নেয় সুন্নি বিচ্ছিন্নতাবাদীরা। এ ভয়ে শহর ছেড়ে পালায় এক চতুর্থাংশ খ্রিস্টান।

মূলত খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে আইএসের তৎপরতার চোখে পড়ার পরই টনক নড়ে ওবামা প্রশাসনের।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।