ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চাঁদে এলিয়েন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
চাঁদে এলিয়েন!

ঢাকা: এবার বুঝি ভিনগ্রহের রহস্যপ্রাণী চিহ্নিতই করে ফেললো নাসা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটির একটি মহাকাশযানের ক্যামেরায় ধরা পড়লো চাঁদের বুকে ‘হেঁটে চলা এলিয়েন ও তার ছায়া’।



আর এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় হইচই পড়ে গেছে। একমাসেরও কম সময়ে প্রায় বিশ লাখেরও বেশি দেখা হয়ে গেছে ভিডিওটি।

গুগলের মুন সিরিজের জন্য নেওয়া নিজেদের এ ছবির ব্যাপারে অবশ্য এখনও কোনো মন্তব্য করেনি নাসা।

অস্ট্রেলীয় একটি সংবাদ মাধ্যম জানায়, আরেক ওয়েব ব্যবহারকারীর অনলাইনে দেওয়া পরামর্শের পর চিত্রে ধরা পড়া এলিয়েনের ছবি ও তার ছায়ার ব্যাপারে খতিয়ে দেখছেন ভিডিওচিত্রটির ক্রেডিটধারী ওয়াওফোরেল।

চিত্রে দেখা যায়, মানবাকৃতির কিছু একটা চাঁদের বুকে হাঁটছে এবং তার ছায়াও পড়ছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।