ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাদের হাতে ৬৭ ফিলিস্তিনি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
ইসরায়েলি সেনাদের হাতে ৬৭ ফিলিস্তিনি আটক ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম তীর ও জেরুসালেম থেকে ৬৭ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

বুধবার স্থানীয় সময় সকালে পশ্চিম তীর ও জেরুসালেমে তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে বেসামরিক লোকজনের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে এদের আটক করা হয়।



ফিলিস্তিনি বন্দি ক্লাবের পরিচালক নাসির কাওস বলেন, জেরুসালেম থেকে ৬০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। পশ্চিম তীরের হেবরন শহর থেকে ৫ জন ছাড়াও এই অঞ্চলের জেনিন শহর থেকে দুই তরুণকে আটক করা হয়েছে।

কাওস বলেন, মধ্য জুনের পর এটাই সবচেয়ে বড় গণআটকের ঘটনা। ইসরায়েলি সেনাবাহিনী জেরুসালেমে ফিলিস্তিনিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে এবং এর সূত্র ধরে ছড়িয়ে পড়া সংঘর্ষে নারী-পুরুষসহ বেশ কিছু বেসামরিক লোক আহত হয়েছে।

সংঘর্ষের সময় ইসরায়েলি সেনারা রাবার বুলেট ছোঁড়ে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

রোববার রাত ৯টা থেকে ৭২ ঘণ্টা যুদ্ধবিরতি পালন করছে গাজার ক্ষমতাসীন সংগঠন হামাস ও ইসরায়েল। দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে কায়রোয় চলমান আলোচনাকে গতিশীল করতে এ সিদ্ধান্ত কার্যকর করছে উভয়পক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।