ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ফের ৫ দিনের যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
গাজায় ফের ৫ দিনের যুদ্ধবিরতি ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস।

গত রোববার রাত থেকে টানা ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদের শেষ মুহূর্তে বুধবার রাত থেকে নতুন করে যুদ্ধবিরতিতে গেলো দুইপক্ষ।



দুই পক্ষের কর্মকর্তালা মিসরের রাজধানী কায়রোতে গাজা সংকটের একটি সমঝোতার চেষ্টায় আলোচনা অব্যাহত রেখেছে।

স্থানীয় সময় মধ্যরাতে ৩ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেশ হলে নতুন করে ৫ দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানানো হয়েছে।

কায়রোতে ফিলিস্তিন প্রতিনিধি দলের প্রধান আজ্জাম আল আহমেদ গণমাধ্যমকে বলেন, আমরা সমঝোতার জন্য আরো বেশি সময় নিতেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি।

এদিকে, ফিলিস্তিন ও মিশরের কর্মকর্তারা একটি সমঝোতার বিষয়ে নিশ্চিত করলেও ইসরায়েলের পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।

অপরদিকে, গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে ৫টি রকেট হামল‍া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এতে কোনো হতাহতের কথা ‍জানায়নি তারা।

যদিও হামাস নতুন করে রকেট হামলার কথা অস্বীকার করেছে।

ইসরায়েলের এত কর্মকর্তা জানিয়েছেন, হাসাসের এই রকেট হামলার জবাব দিতে নির্দেশ দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।