ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান ভ্রমণে সতকর্তা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪
পাকিস্তান ভ্রমণে সতকর্তা জারি ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ইউরোপীয় এবং এশিয়া-প্যাসিফিকের কয়েকটি দেশের নাগরিকদের পাকিস্তান ভ্রমণে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পাকিস্তানে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে এ পরামর্শ দেওয়া হয়েছে বলে পাকিস্তানের দ্য ডন জানায়।



খবরে বলা হয়, এ সব দেশগুলোর সরকার পাকিস্তানে নিযুক্ত রাষ্টদূতদের তাদের বাসভবনে প্রবেশে কড়াকড়ি এবং ইসলামাবাদে অনুষ্ঠিত কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

তাদের বলা হয়েছে, যদি রাজনৈতিক অবস্থা আরো খারাপের দিকে যায়, তাহলে তারা যেন করাচির কনস্যুলেট জেনারেলের ওখানে চলে যান।

ক্রমাগত জঙ্গি হামলা, অস্থিতিশীল রাজনীতি পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি করছে। এরপর শুক্রবার পাকিস্তান আওয়ামী তেহরিক ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের মধ্যে সংঘর্ষ হয়।

এর পর পরই এ সব দেশগুলোর সরকার তাদের নাগরিকদের উদ্দেশে এ সতকর্তা জারি করলো।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।