ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নওয়াজের গ্রেফতার দাবি ক্বাদরির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪
নওয়াজের গ্রেফতার দাবি ক্বাদরির তাহির উল ক্বাদরি

ঢাকা: দলের সমর্থকদের হত্যার দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের গ্রেফতার দাবি করেছেন দেশটির বিরোধী দল পাকিস্তানি আওয়ামী তেহরিক’র (পিএটি) প্রধান ও বিতর্কিত ‘আধ্যাত্মিক’ নেতা তাহির উল ক্বাদরি। একইসঙ্গে নওয়াজের দল মুসলিম লিগের নেতৃত্বাধীন সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন তিনি।



রাজধানী ইসলামাবাদে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে পিএটির  যৌথ ডাকে চলমান অবস্থান ধর্মঘটে শনিবার তিনি এ দাবি করেন।

‘আজাদি মার্চ’ পরবর্তী ধর্মঘটে নেতৃত্ব দিচ্ছেন পিটিআইর প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নওয়াজ পদত্যাগ না করা পর্যন্ত পিটিআই ও পিএটির এ ধর্মঘট চলবে।

ধর্মঘটে দেওয়া বক্তৃতায় ক্বাদরি বলেন, নওয়াজ ও শাহবাজ শরিফের (পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও নওয়াজের ভাই) এ আসনে বসার কোনো অধিকার নেই। পিএটির সমর্থকদের হত্যা করার দায়ে তাদের গ্রেফতার করা উচিত।

সরকারের পদত্যাগের পাশাপশি আগাম নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিও জানান তিনি।

গত ১৭ জুন পিএটির প্রধান কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে দলটির অন্তত ১০ সমর্থন নিহত হন।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।