ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
ইরানে ৬.২ মাত্রার ভূমিকম্প

ঢাকা: ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইলাম প্রদেশে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ২ মাত্রা।



মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) উদ্ধৃতি দিয়ে সোমবার সকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।

ইউএসজিএস জানায়, আন্তর্জাতিক সময় রোববার রাত ২টা ৩২ মিনিটে (স্থানীয় সময় ৭টা ২ মিনিটে) ইলাম প্রদেশের আবদানান কাউন্টির ৩৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং দেহলোরান কাউন্টির ৩৭ কিলোমিটার পূর্বে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।

তবে, তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।