ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিএসএফের ২০টি পোস্টে পাক সীমান্তরক্ষীদের গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
বিএসএফের ২০টি পোস্টে পাক সীমান্তরক্ষীদের গুলি

ঢাকা: জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ২০টি পোস্ট লক্ষ্য করে দফায় দফায় গুলি করেছে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স। দু’দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে আলোচনা শুরুর এক সপ্তাহ আগে নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) এ উত্তেজনা ছড়ালো।



ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, কোনো ধরনের উস্কানি ছাড়াই আরনিয়া ও আরএস পুরা সেক্টরের বিএসএফ পোস্টগুলো লক্ষ্য করে গুলি করতে থাকে রেঞ্জার্স। গত ২৪ ঘণ্টার মধ্যে ওপারের সীমান্তরক্ষীদের এমন উস্কানির জবাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও পাল্টা গুলি ছোঁড়ে। ২০১৩ সালে চির বৈরী দেশ দু’টির মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর তৃতীয় দফায় তা চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটলো।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও দাবি করে, গত নয় দিনে এ ধরনের ‘কাণ্ড‘ ১০ বার ঘটেছে। রোববার পাকিস্তানি সীমান্তরক্ষীরা স্বয়ংক্রিয় ও ছোট আকারের অস্ত্র ব্যবহার করে নিয়ন্ত্রণ রেখার জম্মু ও কাশ্মীর জেলার পোস্টগুলোকে লক্ষ্য করে গুলি করে।

সংবাদ মাধ্যমগুলো আশঙ্কা করছে, দু’দেশের সীমান্তে নতুন করে এ উত্তেজনা সৃষ্টি ২৫ ‍আগস্ট অনুষ্ঠেয় ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং ও পাকিস্তানি পররাষ্ট্রসচিব আইজাজ আহমেদ চৌধুরীর মধ্যকার বৈঠক প্রভাবিত হতে পারে।

গত বছরের শুরুতে ভারতীয় এক সৈন্যের শিরোশ্চেদের ঘটনার পর দু’দেশের মধ্যে এ প্রথম আনুষ্ঠানিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।