ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৮ হাজার ফুট উঁচুতে ১৮ বছর পর মিললো মরদেহ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
১৮ হাজার ফুট উঁচুতে ১৮ বছর পর মিললো মরদেহ!

ঢাকা: নিখোঁজের ১৮ বছর পর কাশ্মীরের সিয়াচেন থেকে তুষারে ঢাকা মরদেহ মিললো এক সেনা সদস্যের। পুলিশের সুপারইনটেনডেন্ট সুনীল গুপ্ত ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, কাশ্মীরের শ্রীনগর শহরের ৪৫০ কিলোমিটার দূরে গত সপ্তাহে মরদেহটি পাওয়া যায়।

ওইসময় পুরো দেহটি বরফে ঢাকা ছিলো।

ওই সেনা সদস্যের পকেট থেকে পাওয়া কাগজ থেকে তার পরিচয় পাওয়া যায়। উত্তরপ্রদেশে স্বজনদের কাছে তার মরদেহ পাঠানো হয়েছে বলেও জানান সুনীল। ধারণা করা হচ্ছে তুষার ধসে মারা যান ওই সেনা সদস্য।   

১৮ হাজার ফুট উঁচু সিয়াচেন বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধেক্ষেত্র। ওই স্থানের তাপমাত্রা অনেক সময় হিমাঙ্কের নিচে ৬০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

এক পরিসংখ্যানে দেখা গেছে, ১৯৮৪ সাল থেকে তুষার ধস, মাত্রাতিরিক্ত ঠান্ডা, হার্ট ফেলসহ বিভিন্ন কারণে আনুমানিক ৮ হাজার সৈন্য সিয়াচেনে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।